কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩০:০০
খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র ইউনিটের পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার অধঃস্তন পুলিশ সদস্য ও সকল পদের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে সার্বিক সুবিধা-অসুবিধা সংক্রান্তে মতামত গ্রহণ করেন এবং তাদের নিকট থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণপূর্বক তা সমাধানের আশ্বাস প্রদান করেন। সমস্যা সমূহ দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
সভায় অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক বৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।