’আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’”এই প্রতিবাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান,মডেল প্রেসক্লাবের সভাপতি
শাহ আলম সেলিম,ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল সালাম,উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম নাজিম উদ্দিন প্রমুখ।
লালপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু।।
নাটোর লালপুরে পানিতে ডুবে সিয়াম (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের হাঁসবাড়িয়া কারিগরপাড়া গ্রামের চান্দিনা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ওই কিশোর ঈশ্বরদীর মানিকনগর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় সুমন(২৮)নামের অপর একজন পথচারী শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় কবরস্থানে পাশে এবং আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে এঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ওই পথচারী গোপালপুর পৌরসভা এলাকার মধুবাড়ী গুচ্ছ গ্রামের সুলতানের ছেলে। আর আহত ওই পথচারী মহিষাখোলা গ্রামের আনিসুরের ছেলে। আহত পথচারী স্থায়ী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।