সুনামগঞ্জ প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৯:১৭
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
মঙ্গলবার উপজেলার পলাশ,ধনপুর ও সলোকাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় পূজা মন্ডপ এর দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দূর্গা উৎসব পালন করতে আহবান জানান এবং নিরাপত্তাসহ সকল বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সহযোগীতার আশ্বাস দেন।