টপ টেন

বিশ্বম্ভরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে ইউএনও

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৯:১৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।

মঙ্গলবার উপজেলার পলাশ,ধনপুর ও সলোকাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় পূজা মন্ডপ এর দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দূর্গা উৎসব পালন করতে আহবান জানান এবং নিরাপত্তাসহ সকল বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সহযোগীতার আশ্বাস দেন।

আরও খবর

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ট্রমা

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শ্যামনগরে লোকজ জ্ঞান ও অভিযোজন কৌশল সম্প্রসারণের উপর গুরুত্বারোপ

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারীরা