টপ টেন

মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজ ব্যবসায়ী খোঁজ মেলেনি ১৪ ঘন্টায়ও

  মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৫:০৯

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া নামে (৫৮) এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্ত রাত আটটা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। ফালু মিয়া পোষ্টকামুরী খালপাড়ার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান করতেন।
ফালু মিয়ার ছেলে অন্তর মিয়ার জানান, মঙ্গলবার ভেরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে তার বাবা মাছ ধরতে যান। জাল কচুরিপানার সাথে আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর আর তার খোঁজ মেলেনি। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল নয়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারে কাজ শুরু করেন। সন্ধা ছয়টা পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে ডুবুরি দল উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করেন। রাত আটটায় এ রির্পোট পাঠানো সময় পর্যন্ত ১৪ ঘন্টায়ও তার কোন খোঁজ মেলেনি।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের বলেন, মির্জাপুর ও টাঙ্গাইল ডুবুরিদল সকাল নয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

আরও খবর