টপ টেন

নারী পুরুষ শিশুসহ ১৫ জনকে বিজিবির হাতে দিল বিএসএফ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩০:৪৫

আবারো ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হন্তান্তর করেছে বিএসএফ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়। পরে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে।

এসব বাংলাদেশী নাগরিকের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। এরা শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের ওজিয়ার সানার ছেলে মোঃ শাহীন সানা (২৭), শাহীনের স্ত্রী নিলুফা (১৯), মেয়ে শাহিনা সুলতানা (০১), নওয়াবেঁকী গ্রামের মোঃ লিটু গাজীর স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম (২৯), বড়কুপট গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), জাহাঙ্গীর আলমের স্ত্রী লিপিকা খাতুন (১৬), মিন্টু তরফদারের স্ত্রী নাজমা খাতুন (৩৪), ছেলে জিম তরফদার (১৪), হেঞ্চি- বয়ারসিং গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফারহানা আক্তার (২৫), ছেলে ফারহান ঢালী (০৭), উত্তর আটুলিয়া গ্রামের নওশের আলীর মেয়ে সেলিনা খাতুন (৩৮), নওয়াবেঁকী গ্রামের এরশাদ সানার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (১০), আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী রাবিয়া খাতুন (২৭), ছেলে রিয়াদ হাসান (০৩) এবং সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা গ্রামের দাউদ আলী শেখের স্ত্রী ফুলমতি খাতুন (৭২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশীরা বিএসএফের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে হন্তান্তর করে। বিজিবি তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে।

তিনি আরো বলেন- এ ১৫ জনের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হন্তান্তর করা হবে।

আরও খবর

দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির সবসময় থাকবে

মেঘের সাথে, মেঘের সাজে সাজেকে হারিয়ে যাওয়া

শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝুঁকিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, নেই গেটম্যান, প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ প্রতিষ্ঠানে জরিমানা আদায়

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।