নেত্রকোনার বারহাট্টা উপজেলার ২ নং সাহতা ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ২ টার দিকে ২ নং সাহতা ইউনিয়ন পরিষদে গিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান ও একাকার গণমান্য ব্যাক্তিবর্গরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান ৭০ টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- পরিবার প্রতি ১০ কেজি করে চাল, ডাল, তেল, চিনি, লবন, চিড়া, নুলডস ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।