শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার
পিপিএম (সেবা) নাজমুল হাসান।
বুধবার (৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশির আদিবাসীদের পূজা মন্ডপ পরিদর্শনে করেন তিনি। এসময় তিনি পুজা মন্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পুজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেখে সন্তাস প্রকাশ করেন।
পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেলের (এএসপি) মনজুরুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, সাবে-ইন্সেপ্টর এরশাদ মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।