জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৪৫:৪১
পাটকেলঘাটায় শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কলেজ শিক্ষকদের আয়োজনে শনিবার সকালে পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি এসময় বলেন, গত ১৫ বছরে শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী সরকার। শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এর আগে যখন তিনি এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন তখন এই এলাকার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম বলে তিনি আরো জানান। বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাটকেলঘাটা থানা হয়েছে। এছাড়া রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে তিনি নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে এবং সাতক্ষীরা জেলাকে একটি মডেল জেলা করা হবে বলে তিনি এসময় উপস্থিত কলেজ শিক্ষকদের আশ্বস্ত করেন।
কুমিরা মহিলা ডিগ্র কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামানের সভাপতিত্বে ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি রেহানা খানম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ গোলাম মোস্তফা, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।