জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৫:১৫
একটি ওয়ান শুটার গান ও তিন রাউ- গুলিসহ পুলিশ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতের দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতের নাম করিম পাড় (৬৮) ওরফে জাল করিম। তিনি দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নোড়ার চকের মৃত নূর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নোড়ার চকের করিম পাড়ের ছেলে আরিফের কাছে অস্ত্র আছে খবর পেয়ে উপপরিদর্শক তন্ময় সাহাসহ পুলিশসদস্যরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরিফ ও আবুল হোসেনের ছেলে রিপনসহ একজন পালিয়ে যায়। একপর্যায়ে বাথরুমের মধ্যে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে মুড়িয়ে রাখা একটি ওয়ান শুটার গান ও তিন রাউ- গুলি উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে আদালত চত্বরে করিম পাড় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, খলিষাখালির ভূমিহীন জনপদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৪ আগষ্ট প্রশাসনের সহায়তায় আদালতে স্বত্বহীন হওয়া জমির মালিকদের ভাড়াটিয়া সন্ত্রাসী আকরাম, গফুর, কালুসহ কয়েকজন তিন শতাধিক ভূমিহীন পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করে ওই ১৩১৮ বিঘি জমি দখলে নেয়। শুক্রবার বিকেল ৫টার দিকে আকরাম, গফুর, সাইফুল, রিয়াজ ও কালুসহ কয়েকজন তার ছেলে আরিফকে খুঁজে না পেয়ে তাকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা লাগিয়ে দেয়। এ সময় মটর সাইকেলে যেয়ে রিয়াজুল ওই অস্ত্র ও গুলি বাথরুমের পিছন দিক থেকে ভিতরে ঢুকিয়ে নিকটে অবস্থানকারি পুলিশকে খবর দেয়। পরে তাদের কাছে থাকা একটি ওয়ান শুটার গান ও তিন রাউ- গুলি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সন্ধ্যায় তার ছেলে আরিফ প্রকৃত ঘটনা উল্লেখ করে তার নিচস্ব ফেইসবুক পেইজে লাইফ করে। অথচ রাত সাড়ে ১০টায় পুলিশ তাকে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দেখায়।
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, অস্ত্র ও গুলিসহ শুক্রবার রাতে করিম পাড়কে গ্রেপ্তারের পরদিন উপপরিদর্শক তন্ময় কুমার সাহা বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃত করিম পাড়, পলাতক রিপন ও আরিফসহ অজ্ঞাতনামা একজনকে আসামী করা হয়েছে। শনিবার বিকেল তাকে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তভার উপপরিদর্শক দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।