কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৯:০১
খুলনা-১ আসনের সাবেক এমপি ননী গোপাল মন্ডলের ছেলে নাশকতা মামলার আসামী দ্বীপ্ত মন্ডল (৩২) গ্রেপ্তার হয়েছে।
পুলিশ সূত্রে জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আসার পথে সেখানকার ইমিগ্রেশন পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত ২৬ নভেম্বর ২০২৪ এই থানায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে রবিবার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের পর থেকে সে ভারতে অবস্থান করছিল বলে জানা যায়।