এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৬:৪৭
সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও গানের শিক্ষক নয়, ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম ময়মনসিংহ মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ দক্ষিণ শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ময়মনসিংহ মহানগর সভাপতি অধ্যক্ষ ডাক্তার আব্দুল কাইয়ুম, নগর সাধারণ সম্পাদক অধ্যাপক মুফতি মাহদী হাসান তালুকদার, জাতীয় শিক্ষক ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন খান, মোঃ হাদিউল ইসলাম, মুফতি ইয়াকুব আলী প্রমুখ নেতৃবৃন্দ।