কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৪:৩২
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফুলতলা থানাধীন দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের সভাপতির মাধ্যমে সংবাদ পেয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন এর নেতৃত্বে উক্ত মসজিদের বারান্দার ডান পাশে লাশের খালি কফিন বক্সের উপর নামাজ পড়ার পুরাতন ম্যাট/চটের ভিতর মসজিদ পরিষ্কারের জন্য ব্যবহৃত সাদা পুরাতন কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১ টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।