নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একরামুল করিম চৌধুরীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।