দিনাজপুরের বিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০তম গ্রেডের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে পৌরশহরের ঢাকামোড় মিজান শপিং মলের সামনে মহাসড়কের দুপাশে ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৈষম্যবিরোধী প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান সম্বনয়ক জাহিদুল ইসলামে সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, রেলকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম (রবি), পারগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রেজাউল করিম, কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির হক, দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম মানিক প্রমুখ।