দেশজুড়ে

শ্যামনগরের মন্দির থেকে চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারসহ চোর আটক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৭:৩০

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের ও নকিপুর মহা শ্মশানের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার। চোর পৌরসভার নকিপুর মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে, শেখ সাইফুল (৩০) কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের ও নকিপুর মহা শ্মশানের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার করে কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং চুরি সাথে জড়িত থাকা শেখ সাইফুল (৩০)কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত (৯ ই মার্চ) রবিবার রাতে নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন পিতল, কাঁসা ও দস্তার সরঞ্জাম চুরি হয় এবং তার কয়েক দিন পরে নকিপুর মহাশ্মশানের মোটর চুরি হয়।

আরও খবর

বিচারিক প্রক্রিয়ায় আ,লীগ দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে

টেকনাফে নিখোঁজ শিশুর লাশ পুকুরে, ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় র্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যুবসমাজের জন্য ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানই হবে অগ্রাধিকার

সাতক্ষীরা-৩ আসন একত্রিভূত করায় কালিগঞ্জে বিএনপির মিছিল