জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৭:৩০
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের ও নকিপুর মহা শ্মশানের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার। চোর পৌরসভার নকিপুর মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে, শেখ সাইফুল (৩০) কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের ও নকিপুর মহা শ্মশানের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার করে কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং চুরি সাথে জড়িত থাকা শেখ সাইফুল (৩০)কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত (৯ ই মার্চ) রবিবার রাতে নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন পিতল, কাঁসা ও দস্তার সরঞ্জাম চুরি হয় এবং তার কয়েক দিন পরে নকিপুর মহাশ্মশানের মোটর চুরি হয়।