জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৬:০৩
ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর আয়োজনে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পটিতে অর্থায়ন করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ২০২৫-২৬ অর্থ বছরের স্বতন্ত্র পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। পরিকল্পনা প্রণয়নে অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জহুরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী। কর্মশালাটি সঞ্চালনা করেন গেইনের কনসালটেন্ট নীহার কুমার প্রামাণিক।