সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বরকত উল্যাহ বুলুর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া বিবৃতি পোষ্ট করায় নোয়াখালীর বেগমগঞ্জে জনৈক কবির আহমদ ফারুকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের কড়িম উদ্দিন বেপারী বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে কবির আহমদ ফারুক (কথিত সাংবাদিক) গত ২১ সেপ্টেম্বর রাত ১১টায় ৪৫মিনিটের দিকে kabir ahmmad faruk নামীয় ফেসবুক থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বরকত উল্যাহ বুলুর বিরুদ্ধে ভুয়া প্রেস রিলিজ প্রকাশসহ বিভ্রান্তিকর ও অপমানজনক পোষ্ট করেন। পোস্টটি তাৎক্ষণিক আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেনের নজরে এলে তিনি ওই পোস্টটি স্ক্রীণসর্ট করে রাখেন। বিষয়টি সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বিএনপি নেতা নুর হোসেন আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বেগমগঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান এবং কেন্দ্রীয় নেতা বরকত উল্যাহ বুলুর নজরে আনলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন অভিযুক্ত কবির আহমদ ফারুকের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গ্রহণ করে মিথ্যা অপপ্রচারকারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, ওসি আনোয়ারুল ইসলাম।
অভিযোগের বাদি নূর হোসেন বলেন, গণমাধ্যম কর্মী পরিচয়ে জনৈক কবির আহমদ ফারুক কোনো ধরণের যাচাই বাছাই ছাড়া নিজের মনগড়া কথা লিখে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে তাঁর শত কোটি টাকার মানহানি করেছেন এবং সাইবার নিরাপত্তা আইনের লঙ্ঘন করেছেন। তাই, দলীয় সিদ্ধান্তে আমি বাদি হয়ে কবির আহমদ ফারুকের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।
এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং অভিযুক্ত কবির আহমদ ফারুকের বিরুদ্ধে ইতিপূর্বে চৌমুহনী পৌরসভায় হামলা অগ্নিসংযোগের ঘটনায় এবং একটি হত্যা মামলা, একটি চুরির মামলা রয়েছে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরাসহ সচেতন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত কবির আহমদ ফারুকের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।