দিনাজপুর জেলাধীন বিরামপুর থানার নবাগত ওসি মোহাম্মদ মমতাজুল হক । ২৫শে সেপ্টেম্বর বুধবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় তিনি বিরামপুর থানায় যোগদান করেছেন।
এর আগে সুনামের সহিত তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মমতাজুল হক শিক্ষাজীবন শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নীলফামারী জেলার বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমতাজুল হক বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সব অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
নবাগত ওসি মোহাম্মদ মমতাজুল হক বিরামপুর থানা – কে সেবার কেন্দ্রবিন্দুতে রুপ দিতে জনবান্ধব পুলিশ সেবা প্রতিষ্ঠার কথা উল্লেখ পূর্বক এই থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। বিরামপুর এই জনপদে শান্তির সু-বাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেন তিনি।