দেশজুড়ে

ত্রিশালে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৬:১৭

ময়মনসিংহের ত্রিশালে রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দুপুরে ত্রিশালে রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার গেইটের সামনে সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার শিকার হন।

ঐ ঘটনায় আজ (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে আগত বক্তারা বলেন, রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ তিব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে বক্তব্য দেন, খাতাটি জামতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খবির উদ্দিন, দুঃখ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র প্রমূখ।

এ সময় মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ওসমান গনি বলেন, যতদ্রুত সম্ভব দুঃস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে।

এ সময় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ ফজলুল হক বলেন, রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার কারণে আজ শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। আমরা শিক্ষক সমাজ আজ যেন হুমকি মুখে পড়ে আছি। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

উল্লেখ্য মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও খবর

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২’শ বোতল মাদকসহ আটক-২

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক দুলু বহিষ্কার

খুলনায় সাংবাদিক মৃত্যু রহস্য উন্মোচন বাস্তবায়ন কমিটি গঠন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার