রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য !! ক্ষোভ সিলেটবাসীর বিলাইছড়িতে প্রশাসনকে উপেক্ষা করে জায়গা ছেড়ে না দেওয়ায় জনমনে প্রশ্ন ! তাদের খুঁটির জোর কতটুকু ? ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান করে প্রশংসায় ভাসছে নবাগত ওসি খন্দকার মহিব্বুল মধুপুরে পলিথিন মজুদ রাখার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা  মধুপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলে জরিমানা  কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদকে জগন্নাথপুর পৌর বিএনপির সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত রাঙ্গামাটির কন্যা ইউরোপের ক্লাবে ডাক পেলেন ঋতুপর্ণা বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

ভারতে ইলিশ রপ্তানি হলে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে – নোয়াখালীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে। এতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
সোমবার (২৩সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ভেঙ্গে যাওয়া স্লুইচ গেট পরিদর্শনে শেষে এই কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরো বলেন- বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিন্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। দেশের স্বার্থ রক্ষার্থে সরকারের বিবেচনায় আছে বিষয় গুলো।
যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্ত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছেন। সেটা আমরা সকলে দেখেছি। আমরা খুব সহজে কতগুলো কথা বলে ফেলি। আমদের সব সময় মনে রাখতে হবে। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার ধারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাইনা। আলোচনার মাধ্যমে নায্য অধিকার আমরা চাই।
রিজওয়ানা হাসান উজানের প্রচণ্ড স্রোতে ভেঙে যাওয়া নোয়াখালী মুছাপুর রেগুলেটর স্লুইচ গেট, নদী ভাঙ্গনরোধে দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।
এসময় অন্যদের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাপরিচালক আমিরুল হক ভূঞা,নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ,পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মুন্সী আমির ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুর্গাপূজার শুরুর দুই সপ্তাহ আগে শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভারতের ‘বিশেষ অনুরোধে’ দেশটিতে ইলিশ মাছ যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছেন। তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে তো আমি জোর করতে পারি না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102