Uncategorized

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, জিরা ও ফুসকা জব্দ

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৬:৫৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি,জিরা ও ফুসকা জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ এর নেতৃত্বে বিজিবি,পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদ এর ভিত্তিত্বে উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোবা এলাকায় টাস্কফোর্স এর অভিযানে একটি বাড়ি থেকে ১১০ কেজি জিরা,২৬৩ কেজি ফুচকা ও ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ। তিনি জানান,উপজেলায় সকল অনিয়মের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।

আরও খবর