জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৭:০৩
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, বৈকারী, গাজীপুর, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১২/৩ এস থেকে ৩০০ গজ ভেতরে কলারোয়ার নটিজঙ্গল এলাকা থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া হিজলদী, কাকডাঙ্গা, কুশখালী, কালিয়ানী, পদ্মশাখরা, ঘোনা, মাদরা, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা ক্যাম্পের পৃথক অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও বিড়ি জব্দ করা হয়।
সর্বমোট ৮,৫২,৬০০ টাকার মালামাল জব্দ করে সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে সংরক্ষণে রাখা হয়েছে।
বিজিবি জানায়, এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে এনে শুল্ককর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় জনগণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবিকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।