টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া এলাকা থেকে মাদক সেবনের অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় একজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা অনুযায়ী ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।
মধুপুর থানা পুলিশ এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন। জনস্বার্থ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।