কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৯:০৬:৫৫
খুলনায় চোরাই মালামালসহ ২ চোরকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার ( ৬ সেপ্টেম্বর) রাতে আড়ংঘাটা থানা পুলিশ আড়ংঘাটা বাইপাস সংলগ্ন কার্ত্তিককুল লিংক রোড এলাকা থেকে চোর চক্রের সদস্য ১) মহিদুল মোল্লা (৩৩), পিতা-শহিদ মোল্লা, সাং-কয়রা, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-ঝাউতলা, থানা-আড়ংঘাটা এবং ২) নজরুল ব্যাপারী (৩৮), পিতা-মোঃ কাওসার শেখ, সাং-মহেশ্বরপাশা কার্ত্তিককুল, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে আটক করে। গ্রেফতারকৃত চোরদের হেফাজত হতে ১ টি চোরাই গরুর বাছুরসহ ১টি সিএনজি এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০১, তাং-০৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।