ভারত সরকারের দেওয়া ডিজিটাল কাসটোডি সেফ পুরুস্কার পেল পশ্চিম বাংলার হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিনেটার। কারণ হিসেবে নির্বাচিত করা হয়েছে যে থানার মধ্যে বাজেপ্ত মাল ঠিক ঠাক ভাবে থানার মাল খানায় ঠিক মতো রাখার কারণে। দেখা যায় যে চুরি ও ছিনতাই হওয়া এবং বিভিন্ন কারণে বাজেপ্ত মাল তা গুছিয়ে রাখা ও তার ঠিক মতো চালান করা এবং তা সময় মতো কোর্টের বিচারপতি র কাছে পেশ করা এবং সেই মাল ফের মাল খানায় ঠিক মতো রাখা। এই সব মালামাল এর হিসাব রাখার কারণে এই বৎসরে সেরা সেরা পুলিশ থানা র পুরুস্কার পাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনার। চন্দননগর পুলিশ কমিশনার শ্রী অর্ণব বোস আই পি এস কে সেই সম্মান প্রদর্শন করা হয়েছে। বর্তমানে বহু থানা তে ডিজিটাল কাসটোডি সেফ করা ব্যাবস্থা করা হয়েছে। যাতে রিকভারি সফটওয়্যার এ সব কিছু নথিভুক্ত করা হয়। সেই হিসেবে সব থেকে এগিয়ে ছিল পশ্চিম বাংলার চন্দননগর পুলিশ কমিনেটর।তাই ভারত সরকারের পক্ষ থেকে সেরা সেরা পুলিশ কমিশনার ও ডিজিটাল কাসটোডি সেফ পুরুস্কার পেল পশ্চিম বাংলার চন্দননগর পুলিশ কমিশনার।।