তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৬:১৩
বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সতর্কবার্তায় গুগল সব ব্যবহারকারীকে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা (টু–স্টেপ ভেরিফিকেশন) চালুর পরামর্শ দিয়েছে।
গুগলের তথ্যমতে, কুখ্যাত হ্যাকার দল ‘শাইনি হান্টার্স’ এ হামলার পেছনে সক্রিয় রয়েছে। ২০২০ সাল থেকে দলটি নানা কৌশলে ফিশিং হামলা চালাচ্ছে। সাধারণত প্রতারণামূলক ই–মেইল পাঠিয়ে ভুয়া লগইন পেজে নিয়ে যাওয়া হয় ব্যবহারকারীদের। এতে অনেকেই অজান্তে নিজের পাসওয়ার্ড, নিরাপত্তা কোড কিংবা সংবেদনশীল তথ্য দিয়ে ফেলেন। গুগলের আশঙ্কা, শিগগিরই শাইনি হান্টার্স আরও লক্ষ্যভিত্তিক ও ধ্বংসাত্মক সাইবার হামলা চালাতে পারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, টু–স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্ট সুরক্ষায় অত্যন্ত কার্যকর পদ্ধতি। এ ব্যবস্থা থাকলে শুধু পাসওয়ার্ড দিয়েই হ্যাকাররা অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর যন্ত্রে পাঠানো কোড প্রয়োজন হবে, যা অ্যাকাউন্ট সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
বিশেষজ্ঞরা বলছেন, জিমেইল শুধু যোগাযোগ মাধ্যম নয়, এর মাধ্যমে ব্যাংকিং, অনলাইন কেনাকাটা ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা সেবায় প্রবেশ করা যায়। তাই জিমেইল হ্যাকড হলে ব্যবহারকারীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।
প্রসঙ্গত, গত জুনে গুগল এক ব্লগ বার্তায় জানিয়েছিল, শাইনি হান্টার্স দল নতুন কৌশলে ডেটা লিক সাইট চালু করে চাঁদাবাজি করতে পারে। পরে ৮ আগস্ট সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সরাসরি ই–মেইল পাঠিয়ে দ্রুত নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি।