নাটোর লালপুরে দুর্নীতির অভিযোগে সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সাব রেজিস্ট্রার অফিস ঘেরাও করে এই কর্মসূচি পালন করা হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সহ শিক্ষার্থীদের সমন্বয়কদের নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা সভার মাধ্যমে বিষয়টি সূরাহ করা হয়। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এদিকে সাব রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, দলিল লেখক সমিতির কয়েক জন নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অফিসকে থামিয়ে রেখে ছিল। এদের লাইসেন্স বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,আমি স্বেচ্ছায় চলে যাবো। ###