নোয়াখালী চাটখিল উপজেলা পৌরসভার দশানী টবগা ০৭ নং ওয়ার্ড রাজামিয়া হাজ্বী বাড়ী সংলগ্ন থেকে চৌকিদার বাড়ি দিয়ে বটতলা পর্যন্ত দখলকৃত সরকারি খাল উদ্ধার করেছে এলাকাবাসী ও ছাত্র জনতা।
আজ রবিবার (০৮ই সেপ্টেম্বর) পৌরসভার দশানী টবগা গ্রামের লোকজন ও ছাত্র জনতা একত্র হয়ে দীর্ঘ ১৫ বছর থেকে ভোগ করা সরকারি খাল উদ্ধার করে পরিস্কার করে।
দীর্ঘ ১৫ বছর থেকেই নাকি ঐ খালের উপর ঘর বাড়ি উঠিয়ে ভোগ করছে এলাকার কিছু অসাধু প্রভাবশালী লোকজন যার ফলে কেউ তা উদ্ধার করতে পারেনি এবং উদ্ধার করতে গেলেও হুমকির মুখে পড়তে হতো।
জানা যায়, কিছুদিন আগে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসী অভিযোগ করলে তিনি দখলকৃত খাল উদ্দারের নির্দেশ দেন।