চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও হেল্পলাইন এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
আদ্য ৭ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং শুরু করে সারাদিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস রোগীদের সেবা প্রদান করা হয়।
সার্বিক সহযোগীতায় করেন বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান (রানা), মেডিকেল অফিসার, শিবগঞ্জ ডায়াবেটিস সেন্টার।
সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেন মোঃ শাহিন আফ্রিদি, প্রতিষ্ঠাতা পরিচালক চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও হেল্পলাইন।
রিজন ইসলাম (স্বেচ্ছাসেবক)
আলমগীর জয় (স্বেচ্ছাসেবক), চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও হেল্পলাইন এর অন্যান্য সদস্যগণ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের আরো অনেকেই।