উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিলমাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা (আনারস) প্রতীকে ১৫৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে ডা. মোমিনুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক ১০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
ভোটগ্রহণ কর্মকর্তা জানান, নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোঃ মাসুদ রানা সরদার (আনারস) ১৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃ শরিফুল ইসলাম শরিফ (ছাতা) ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জন, মোঃ মোমিনুল ইসলাম (টিউবওয়েল) ১০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুনতাজ আলী (ফুটবল) ৯২টি ভোট, মোঃ মতিউর রহমান (দেওয়াল ঘড়ি) ৮৩ টি ভোট পেয়েছে। মোট ভোটার সংখ্যা ২৮৩ টির মধ্যে ভোট প্রদান করে ২৭৬ জন।