দেশজুড়ে

লোহাগাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৮:১৭

চট্টগ্রামের লোহাগাড়ায়-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হইয়াছে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন ‘জাতীয়তাবাদী শক্তির মূলভিত্তি হলো জনগণ। তাই প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের আস্থার জায়গা হয়ে ওঠা ।‌ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র‍্যালিটি লোহাগাড়া সদরের ওয়েডিন পার্ক কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগাড়া থানার রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। র‍্যালি ও সমাবেশের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন।বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যরা—জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যরা—এসএম সলিম উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও মোঃ ফৌজল কবির। সমাবেশে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এসএম সলিম উদ্দিন চৌধুরী বলেন, আজ আমরা জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। এই দীর্ঘ পথচলায় বিএনপি অনেক উত্থান-পতন, সংগ্রাম ও অর্জনের সাক্ষী। আমাদের বিশ্বাস, গণতন্ত্রের জন্য দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য দলীয় নেতা-কর্মীদের একতাবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে। সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর