মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৪:২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ সোরহাব এর উদ্যোগে পুষ্টকামুরী জহুর বাড়ীর তিন রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জহুর বাড়ীর মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জহুর বাড়ির মোড়ে সমবেত হতে থাকেন। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল মিছিলে রূপ নেয়।
মিছিলে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদ রেজা, মির্জাপুর উপজেলা জাসাসের সভাপতি হাসেম রেজা ও সদস্য সচিব নেয়াজ মাস্টার। বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।