সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৯:৪৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোশাহিদ আলী তালুকদার।
সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাদ মুন্সি (কাপ পিরিচ মার্কা) ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুজ্জামান (তালা মার্কা) ২২ ভোট এবং কামাল হোসেন (ফুটবল মার্কা) ১৯ ভোট পেয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে সহ সভাপতি পদে মো. লালু মিয়া (মাছ মার্কা) ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি চাঁন মিয়া সওদাগর (মুরগি মার্কা) ১৬৩ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে উকিল মিয়া (বাঘ মার্কা) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ্দাম হোসেন (হারিকেন মার্কা) ১৫০ ভোট ও জসিম উদ্দিন (সাইকেল মার্কা) ৫২ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন তালুকদার (মোটরসাইকেল মার্কা) ৩০২ ভোট বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি আলী আমজদ (সিএনজি মার্কা) ৮৪ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সহকারী কমিশনার জুনাব আলী।
এর পূর্বে দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাহিদ আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন,আবুল হুদা,একেএম নাসের উজ্জ্বল,সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,ইউপি চেয়ারম্যান আলী হায়দার,সাবেক চেয়ারম্যান খুসরুল আলম,সাবেক চেয়ারম্যান সবুজ আলম,সহকারী নির্বাচন কমিশনার ফারুক মিয়া,কৃষকদল নেতা বাছির আহমদ প্রমুখ।