ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার রামগজ্ঞের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে দিন ব্যাপী এ ত্রাণ বিতারন কর্মসূচি পালিত হয়। এ ত্রাণ বিতারন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ চিশতী,মোঃ শামীম আহম্মেদ,আবুল বাসার,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শাহাদাত মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম, সাংবাদিক বাবু,আবু সাইদ । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল ফালা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা),দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া প্রমুখ। ত্রাণ বিতার শেষে সংগঠনের সভাপতি বলেন,ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বন্যা শুরু থেকে বানভাসী মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে চলেছে। আপনার সহযোগীতা করলে এই কার্যক্রম বন্যা শেষ না হওয়া পর্যন্ত অব্যহত রাখব। আমরা দেশের সকল দূর্যোগ মূহর্তে সব সময় কাজ করে থাকি এবং ভবিষ্যৎতে থাকতে চায়। এ সময় নেতৃবৃন্দরা আরো বলেন, এ এলাকার বন্যা কবলিত মানুষ অনেক সমস্যার মধ্যে রয়েছে ,আমরা সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানায়। বন্যার পানি কমে গেলেও দেখা দিয়েছে খাদ্য অভাব,পানিবাহিত রোগ। এছাড়া পূর্ণবাসনের অতি দ্রুত ব্যবস্থা না হলে জনজীবন বিপ্নন হবে। আমরা এলাকা ঘুরে দেখেছি,সঠিক ভাবে ত্রাণ বিতারন হচ্ছে না। এক শ্রেনীর প্রতারক চক্র ত্রাণনিয়ে আসা মানুষকে হয়রানি করছে। অনেক সংস্থার নাম ব্যবহার করে তারা ত্রাণনিয়ে আসা মানুষকে ভুল বুঝিয়ে বা জোর করে ত্রাণের মানামাল রেখে দিচ্ছে এমন অভিযোগ উঠেছে। উল্লেখ্য,ঢাকা প্রেস ক্লাব বন্যার শুরু থেকে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতারন করে চলেছে।