শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তেলকুপি গ্রামের প্রতিবন্ধী মোঃ আয়াতুল্লাহ আলি’কে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় উপজেলা সমাজসেবা অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের “এসিডদগ্ধ/শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রম” এর আওতায় এসিডদগ্ধ/শারীরিক প্রতিবন্ধিত্বের কারণে অভাবগ্রস্ত হওয়ায় সুদ মুক্ত ঋণ প্রদান কর্মসূচীর অংশ হিসেবে মোঃ আয়াতুল্লাহ (২৫) পিতাঃ মোঃ আজমুল হককে শ্রীঃ কাঞ্চন কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিবগঞ্জ ইউনিয়ন সমাজকর্মী মোঃ রাহাতুজ্জামান এর সুপারিশের ভিত্তিতে সুদ মুক্ত ২০,০০০/= (বিশ হাজার টাকা) ঋণ প্রদান করেন।
উক্ত সুদ মুক্ত ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আফতাবুজ্জামান আল-ইমরান, উপজেলা নিবার্হী অফিস; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি উন্নয়নশীল দেশে হিসেবে জায়গায় করে নিচ্ছে। তাই সমাজসেবা মন্ত্রনালয় বিধবা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী উপবৃত্তি, বয়স্ক ভাতা প্রদান সহ ভিক্ষুক পুনর্বাসন/এসিডদগ্ধ, শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন এবং নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। এই ঋণ পেয়ে আয়াতুল্লাহর মতো অনেকেই এখন পর্যন্ত সাবলম্বী হয়েছেন, আমি বিশ্বাস করি আয়াতুল্লাহও এই ঋণ পেয়ে সাবলম্বী হতে পারবেন। আয়াতুল্লাহর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এসময় কাঞ্চন কুমার বলেন, আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে সমৃদ্ধি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে বাস্তবায়নের লক্ষে কাজ করছি। উপজেলা সমাজসেবা কার্যালয় সাধারণ মানুষের উন্নয়নে সবসময় আন্তরিকভাবে সকল ধরনের পরামর্শ, সুযোগ-সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন। আমরা সমাজসেবা মন্ত্রনালয়ের স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ে সর্বস্তরে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। যেকোনো প্রয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়, শিবগঞ্জ সকলের জন্য উন্মুক্ত।