দেশজুড়ে

বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৪:৪৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১লা সেপ্টেম্বর)উপজেলা প্রশাসনের হাওর বিলাস প্রাঙ্গণে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার।

এসময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী,বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,জমিয়তে উলামে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ প্রমূখ।

তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিপায়। এছাড়াও যে কোন প্রশিক্ষণ মানব জীবনে সামনের দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহিয়া একাডেমির এ উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলম জানান এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং সুনামগঞ্জ শহরে অতি দ্রুত সময়ের মধ্যে সাতাঁর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর

লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিরাপদ সড়ক ব্যাবহারে শিক্ষার্থীদের সচেতন করলেন কেএমপি