টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১০টায় হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কৃষিবিদ মোঃ মোস্তফা হোসাইন, আবাসিক মেডিক্যাল অফিসার ইমরান হোসেন, ডাঃ নাহিদুল ইসলাম, ডাঃ নুর আলম, ডাঃ তারিকুল ইসলাম, ডাঃ ফারজানা শারমিন, ডাঃ নন্দিতা ঘোষ, ডাঃ অতনী চন্দ্র, ডাঃ ফারহানা সহ সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডাঃ বিশ্বজিত চন্দ্র দাস।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরও প্রচার প্রচারনা বৃদ্ধি করতে হবে।