গত দুই তিন ধরে প্রবল বেগে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুজরাটের বিভিন্ন জেলার নদী ও বাঁধ।ভারী বৃষ্টিপাত কারণে ইতোমধ্যে মৃত্যু হয়েছে প্রায় 15,জন মানুষের। তিন শতাধিক মানুষের নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তা এলাকায়। গুজরাটে বহু নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। ভয়াবহ বৃস্টির কারণে বহু এলাকা জলের তলায় চাপা পড়েছে। বহু ঘরবাড়ি নস্ট হয়ে গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র কাছে সাহায্য চেয়েছে। দুই জনের মধ্যে কথা হয়েছে। ইতিমধ্যেই গুজরাটে নামানো হয়েছে দুর্যোগ মোকাবেলায় বাহিনীর সদস্যদের।তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। গুজরাটের বিশ্বামিত্র নদী র জল বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। সেই সঙ্গে গুজরাটের গোল্ডেন বাঁধের উপর দিয়ে বয়ে চলেছে বন্যার পানি। গুজরাটের গাজীনঘর,মোরবি,খেদা ও ভারুচ বারোদা আমেদনগর,সহ বহু এলাকা বন্যার কবলে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান যে গুজরাটের বন্যার কবলে পড়া মানুষের জন্য রিলিফ ও সাহায্য পাঠানোর ব্যবস্থা করেছে। এবং বন্যার কবলে পড়া মানুষের জন্য সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।।