দেশজুড়ে

খুলনা-৪ আসনে বিএনপি’র নির্বাচনীয় জনসভা

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৭:০৭

খুলনার

রূপসা উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই জনসভায় দলীয় নেতারা নির্বাচনকে স্বাগত জানান এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের লক্ষ্য শুধু জয় নয়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।” তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমাদের নেতা-কর্মীরা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রূপসা থেকে শুরু করে খুলনা জেলা জুড়ে বিএনপির পুনর্জাগরণ আমরা নিশ্চিত করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “বিগত বছরগুলিতে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা বাঁধা ও হুমকি থাকলেও আমরা হাল ছাড়িনি। রূপসায় আজকের জনসভা আমাদের ঐক্য ও শক্তির প্রতীক। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় খুলনা জেলা যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও তাঁতীদলের নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সভায় উপস্থিত জনতার মধ্যে ভোটারদের কাছে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ নেতাদের বক্তব্যে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আরও খবর

সাতক্ষীরা সীমান্তে মদসহ ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

তাহিরপুর দুটি দোকান ও চার মোটরসাইকেল চালককে অর্থদন্ড

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ছেলের মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক দুলু বহিষ্কার

মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে, অবশেষে হাজার বছরের রহস্যের জট খুলল

কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা

মনোহরদীতে কিন্ডারগার্টেন আধিকারিকদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময়

নেশার টাকা না পেয়ে শশুর বাড়ি আগুন, পুড়িয়ে দিল জামাই

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাগান ইসলামিয়া আলিম মাদরাসা ৭০ বছরেও বহুতল ভবনের বরাদ্দ নেই