দেশজুড়ে

দেশের জনগন নির্বাচন চায়: জাকেরিন

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৩১ আগস্ট ২০২৫ , ১২:৪৪:২৭

দেশের জনগন নির্বাচন চায়,আর সেই নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বিপুল ভোটে নির্বাচিত করতে চায় বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন।
তিনি শনিবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের মুতুরকান্দী বাজার সহ বিভিন্ন বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করে কথা গুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় জয়নুল জাকেরিন বলেন,সবাইকে ঐক্য বদ্ধ থেকে আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
দেশের জনগন নির্বাচন চায় আর একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়,দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আওয়ামীলীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তাদের দূষর রয়ে গেছে। তাদের প্রতিহত করতে হবে নিজ নিজ অবস্থা থেকে।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ,সলুকাবাদ ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুর রহমানসহ উপজেলা বিএনপির সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আহবায়ক যুগ্ম আহবায়ক সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল জব্দ

চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করা হবে

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।