দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৬:২৮:২৭

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ‎ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন ২০২৫ এর আগামী ২৯ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‎নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল্লাহ মোঃ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর, জনাব মোঃ রাকিব হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড ডিসিপ্লিন), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা, জনাব মোঃ আল আসাদ, সহকারী পুলিশ সুপার (উন্নয়ন বাস্তবায়ন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
‎এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ), জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আরও খবর

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুলনায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকায় মানববন্ধন

সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা শুরু

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।