টপ টেন

খুলনা রেজ্ঞের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ২৮ আগস্ট ২০২৫ , ১০:৪২:৫৩

খুলনা রেঞ্জের আগস্ট-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।

সভায় রেজ্ঞ ডিআইজি খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় তিনি জঙ্গিবাদ/চরমপন্থা দমন, কিশোর গ্যাং প্রতিরোধ, মানব পাচার রোধ, মামলা তদন্তের মানোন্নয়ন, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা নওরোজ হাসান তালুকদার,খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ও খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর