রাজশাহীর তানোরে এক (অবঃ) বিজিবি সদস্যর দোকানঘর জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালাহাটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ আগষ্ট রোববার তাইফুর রহমান বাদি হয়ে শামসুল আলমসহ চারজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে বাদী আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বাদি মুন্ডুমালা পৌরসভার ৬৮ নম্বর সাদীপুর মৌজায় বাড়ির সামনে রাস্তার ধারে একটি টিনসেট দোকান ঘর নির্মাণ করে প্রায় ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছেন।এমতাবস্থায় চার নম্বর বিবাদী ফার্নিচার ব্যবসার জন্য দোকানঘর ভাড়া নেন। তবে ভাড়ার মেয়াদোত্তীর্ন হলে তাকে অন্যত্র ঘর ভাড়া নিতে বলা হয়। তিনি মালামাল নিয়ে চলে যাবার পর ঘরে তালা দিয়ে বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২ জুন বিবাদীগণ দোকান ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক দোকান ঘর দখল করেছে। বাদী এর প্রতিবাদ করতে গেলে বিবাদীগণ উল্টো তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তা শার্টের গলার ধরে তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ী কিল, ঘুষি ও লাথি মারে। বিবাদীগণ যাবার সময় হুমকি দেয় এর পর যে দোকানের দাবী করে আসবে তাকে জানে মেরে ফেলবো।তাতে পরে যা হয় দেখা যাবে। বিবাদীগণের অব্যাহত হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনে বাদী তাইফুর রহমান পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেযেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে শামসুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তাইফুর রহমান বলেন, বিবাদীগণ যেকোন সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তিনি বলেন, ইতমধ্যে মুন্ডুমালা পুলিশ ফাড়িতে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। কিন্ত্ত
এখন পর্যন্ত কোনো তদন্ত বা সুষ্ঠু সমাধান হয়নি।#