টপ টেন

সাতক্ষীরা-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুর রউফ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৮:৪২:১৭

সাতক্ষীরা-২ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক এবং সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র ছেলে যুবদল নেতা আবু সেলিম ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে গুম করা হয়, অভিযোগ করার পরও প্রশাসন দীর্ঘ ১৪ বছর পার হলেও এখনো পর্যন্ত আবু সেলিমের কোন সন্ধান পাওয়া যায়নি। এই ত্যাগের মূল্যায়ন হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ” সবুজ সংকেত” পেয়েছেন বলে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান বলেন, আলহাজ্ব আব্দুর রউফ দীর্ঘ দিন যাবৎ তার এলাকায় গণমানুষের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি আলিপুর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকান্ড ও জনসেবা মূলক কার্যক্রম সক্রিয় আছেন। তিনি আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন সত্ত্বেও বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় পর্যায়ে তাকে বিএনপির নেতাকর্মীরা গণমানুষের নেতা হিসেবে সম্বোধন করে থাকেন।

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, সাতক্ষীরা -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলহাজ্ব আব্দুর রউফ অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং সরকার বিরোধী আন্দোলনের সাহসীকতাই তাকে অন্যদের তুলনায় এগিয়ে আছেন।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা

সাতক্ষীরা প্রেসক্লাবে আহবায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর

সাতক্ষীরায় ভারতীয় মদসহ একজন গ্রেফতার

বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই

মরণঘাতী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি