নাটোরের লালপুরে বিলমাড়ীয়া বাজার কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল ১১ টায় বিলমাড়ীয়া বাজারস্থ শেড ঘরে সভায় বাজার কমিটির সভাপতি আজম আলীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টিুর সভাপতিত্বে সভা পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহ উদ্দিন, যুবদলের নেতা মাসুদ রানা, ব্যবসায়ী আসলাম হোসেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের শরিফুল ইসলাম শিমুল প্রমূখ।
উক্ত সভায় বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু পরিচালনার জন্য সার্বিকভাবে আলোচনা করা হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ার কারণে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয়। বিলমাড়ীয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।