চাটখিল উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক চাটখিলবাসীর দানশীল ব্যক্তিবর্গের কাছে চাটখিল থানার পাশে থাকার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। আজ ১৩ আগষ্ট দুপুরে সহকারি পুলিশ সুপার নিত্য নন্দ দাস ও ওসি ইমদাদুল হকের সাথে মুটোফোনে কথা বলে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ এর ক্ষয়-ক্ষতির খোজ খবর নেন। এতে তিনি নিজ ও অন্যান্য দানশীল ব্যক্তিবর্গের সাথে কথা বলে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে উশৃংখল লুটেরা সরকারি সম্পদ বিশেষ করে থানা গুলোকে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ এর মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পুলিশ বাহিনীর অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে এমতাবস্থায় অন্তর্বর্তী সরকারের অনুরোধে পুলিশ বাহিনী কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় চাটখিল থানা পুলিশ ও যথারীতি থানা প্রাঙ্গনে উপস্থিত হয় কিন্তু কাজ করার মত কোন আসবাবপত্রই নেই, সরকারিভাবে অবকাঠামো ঠিক করতে অনেক সময় প্রয়োজন হবে এমতাবস্থায় চাটখিলবাসী আপামর জনগণের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন এই জাতীয় নেতা।
এছাড়াও থানা কার্যক্রম পরিচালনার জন্য জরুরী আসবাব পত্রের মধ্যে কম্পিউটার, টেবিল, চেয়ার, ফ্যান, লাইট প্রয়োজন বেশি। তাই সহযোগিতায় আগ্রহীরা ওসি ইমদাদুল হক অথবা সহকারি পুলিশ সুপার নিত্য নন্দ দাস এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
সহকারি পুলিশ সুপার নিত্যনন্দ দাস জানিয়েছেন, থানার রক্ষিত অস্ত্রসহ যেসব মালামাল নিয়ে যাওয়া হয়েছে তা থানায় দ্রুত ফেরত পাঠানো এবং জনকল্যানার্থে চাটখিলবাসীকে পাশে থাকারও আহবান জানিয়েছেন তিনি।