মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২৬ আগস্ট ২০২৫ , ৯:৩২:৫১
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) এ.বি.এম আরিফুল ইসলাম।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) তারেক আজিজ, মির্জাপুর পৌরসভার এক্সিকিউটিভ প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী মুনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপ সহকারী প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছেন এসএফ এন্টারপ্রাইজ।