মধুপুর উপজেলাধীন চাপড়ী বাজারে দুষ্কৃতকারীদের ভয়ে বন্ধ দোকানপাট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন সম্মেলিত ভাবে এসব দোকানপাট উন্মুক্ত করেন।
বৃহস্পতিবার( ৮আগষ্ট) বিকেলে চাপড়ী এলাকার স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে চাপড়ী বাজারের যেসকল দোকানপাট বন্ধ ছিলো সেসকল দোকানপাট উন্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, আপনারা নির্ভয়ে দোকানপাট খোলা রেখে ব্যবসা বানিজ্য চালিয়ে যাবেন। কোনো রকম সমস্যা হলে বা কেহ কোনো হুমকি দামকি প্রদান করলে আপনারা সাথে সাথে স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অথবা আমাকে জানাবেন। আমরা সম্মলিত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শমশের আলী ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।