শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে আজ সোমবার দুপুরের পর থেকে নোয়াখালীতে বিজয় আনন্দ মিছিল করেছেন ছাত্র-জনতা।
এ সময় জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে বিজয় উল্লাসের পাশাপাশি একশ্রেণির লোকজন মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
নোয়াখালীতে লাখো জনতার ‘স্বাধীন, স্বাধীন’ স্লোগানে প্রকম্পিত শহরের রাজপথ। আজ বেলা দুইটা থেকে জেলা শহর মাইজদী সোনাপুর রাজপথে বিজয় উল্লাস শুরু করেন ছাত্র-জনতা। আনন্দ মিছিলে শামিল হন নারী-পুরুষ ও শিশু-কিশোরেরাও। তাঁদের কেউ হাতে জাতীয় পতাকা, কেউ লাঠি হাতে বেরিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার ঘোষিত কারফিউ উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী ছাত্র-জনতা নোয়াখালী শহরের রাজপথে অবস্থান নিতে শুরু করেন। বেলা যত বাড়ে তত ছাত্র–জনতার স্রোত বাড়ে। ছাত্র-জনতার এই স্রোতে শামিল হন নারীরা সহ সব বয়সের মানুষ।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বারবার শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে আনন্দ উল্লাস করার জন্য আহ্বান জানান। তাঁরা এ সময় আনন্দ উৎসবে অংশগ্রহণকারীদের কোনো ধরনের প্রতিষ্ঠানে কিংবা কারও বাড়িঘরে হামলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।