নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ ৩ শিশু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চলছে।
বুধবার (১৭জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলেন, উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও অপু (১০) ও একই এলাকার স্বপনের ছেলে জয় (১০)।
এঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মানদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পেরেছে, বাকি ৩ জন শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসতেছে, তারা পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।